নিজস্ব প্রতিবেদকঃ 
 ভারতের জনপ্রিয় টিভি রয়েলিটি শো মীরাক্কেল থেকে বাদ পরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই কমেডি শো এর সবগুলো সিজনেই বিচারক হিসেবে ছিলেন তিনি। এবারই প্রথম তিনি বাদ পরলেন।তবে কেনো,  কি কারণে তাকে এবার রাখা হয় নি সে বিষয়ে শ্রীলেখা মিত্রকে কিছু জানানো হয় নি। তার সাথে কোনো যোগাযোগ না করেই  শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ।
বিষয়টি নিয়ে শ্রীলেখাও চুপ করে থাকেন নি। তিনিও একহাত নেন চ্যানেল কর্তৃপক্ষকে। ফেসবুক পোষ্টে তিনি দাবী করেন সত্যি কথা অকপটে বলা এবং সংশ্লিষ্টদের তেল না মারার মূল্যই দিচ্ছেন তিনি।
কিছুদিন অাগে শ্রীলেখার ফেসবুক মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ তোলপাড় শুরু হয়।  তিনি দাবী করেন কাজ পেতে হলে অভিনেত্রীদের চরিত্র হরন করতে হয়।তিনি তা করতে রাজী নন বলেই বেশি কাজ পান নি কখনো। তার এমন মন্তব্যে বেজায় চোটেছেন অারেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি খুব খোলামেলা হয়েই বার বার ভাইরাল হয়েছেন। সমালোচনাকারীদেরও ছেড়ে কথা বলেন না।প্রায় প্রতিনিয়তই বিতর্কিত মন্তব্য করে থাকেন বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই অভিনেত্রীর সম্পর্ক খুবই খারাপ এখন। তবে, মীরাক্কেলে শ্রীলেখার পরিবর্তে সম্ভাব্য যে কয়জন কে চিন্তা করা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায় তাদের মধ্যে একজন। যদিও এবিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায় নি।।