১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শিগগিরই চালু হবে: দীপু মনি।
মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ
চলমান কার্যক্রম এর সাথে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে গাজীপুরে বাহাদুরপুর এলাকায় রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিভা অন্বেষণ আন্তঃ ইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও জানান, প্রতিটি অধিদপ্তর থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত তাদের মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর উপাচার্য প্রফেসর ডঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন,প্রধান জাতীয় কমিশনার ও বাংলাদেশ স্কাউট কমিশনার দুর্নীতি দমন কমিশন ডাক্তার মোজাম্মেল হক খান এবং গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ রোভার স্কাউটের উর্দ্ধতন কর্মকর্তাগন।পরে রোবর স্কাউট প্রতিযোগী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।