মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ গত ২৭ এপ্রিল-২৩ তারিখে নওগাঁ জেলার অন্তর্গত ধামইরহাট থানার ২৬৭ নম্বর সীমান্ত পিলার হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম দিয়ে স্বর্ণ পাচার হবে গোপন সূত্রে এই মর্মে জানতে পেরে ১৪ বিজিবি এর Special Operations Team সীমান্তবর্তী চকিলাম গ্রামে অভিযান পরিকল্পনা করে। আনুমানিক রাত সোয়া ১ টায় ১টি মোটর সাইকেলযোগে ধামইরহাটের দিক থেকে সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারী সীমান্ত এলাকায় গমণকালে আমাদের Special Operations Team তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আমাদের অপরাপর সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে সক্ষম হয়। সন্দেহভাজন ব্যক্তির শরীর তল্লাশী করে বাম পায়ের হাঁটুর নীচে পায়ের সাথে অভিনব কায়দায় ৬টি স্বর্ণের বার এ্যাংক্লেট দিয়ে ফিটিং করা অবস্থায় পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ কিবরিয়া(৩৫), পিতা-মোঃ আলাউদ্দিন গ্রাম-চকশব্দল, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ। সে এলাকার চিহ্নিত চোরাকারবারী, তার বিরুদ্ধে থানায় মাদক পাচারের মামলা রয়েছে। উদ্ধারকৃত ০৬টি স্বর্ণের বার নজিপুর জুয়েলারি সমিতির বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে, এই স্বর্ণের বারগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের যার ওজন ৬৯৯.৪৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫৩,১৩,২৩১/- (তেপান্ন লক্ষ তের হাজার দুইশত একত্রিশ) টাকা। এ প্রেক্ষিতে ধামইরহাট থানায় আসামীসহ মামলা করতঃ আটককৃত আসামীকে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আককৃত স্বর্ণের মূল্য ৫৩,১৩,২৩১/- (তেপান্ন লক্ষ তের হাজার দুইশত একত্রিশ) টাকা, মোটর সাইকেলের মূল্য ১,৩৭,০০০/- (এক লক্ষ সাইত্রিশ হাজার) টাকা, নগদ ৩৫,৯৩০/- (পঁয়ত্রিশ হাজার নয়শত ত্রিশ) টাকা। সর্বমোট মূল্য ৫৪, ৮৬,১৬১/- (চুয়ান্ন লক্ষ ছিয়াশি হাজার একশত একষট্টি) টাকা।