একুশের কথা
অনুর দ্বীপ কুমার বিপুল চন্দ্র রায়
একুশের আঘাতে,
ভাঙ্গলো অনেক আশা।
সবার মুখে দাবি ছিল,
মায়ের মাতৃভাষা।
হৃদয় ভরা ভালোবাসায়,
ঢেলেছি অনেক রক্ত,
মাতৃভাষ বাংলা করেছি সিদ্ধ।
এদেশ আমার জল ভূমি বৃক্ষ,
লক্ষ লোকের বিশাল সভায়,
স্বাধীনতার স্বপ্ন….