জাতির বার্তা ডেস্ক –  দেশের আকাশে ১৪৪১ সনের জিলহজ মাসের চাঁদ কোথাও দেখা যায়নি তাই আগামী ১ আগস্ট উদযাপিত হবে কোরবানির ঈদ জানিয়েছেন চাঁদ দেখা কমিটি ।

আজ মঙ্গলবার ( ২১শে জুলাই ) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ধর্ম সচিব নুরুল ইসলামের নেতৃত্বে এবং ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আনিস মাহমুদ ও অন্যান্য আলেমগণ এ সময় উপস্থিত ছিলেন ।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই এবং পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ শে জুলাই যদিও করোনা  মহামারীর কারণে সীমিত পরিসরে হজ পালিত হবে।