উখিয়া প্রতিনিধিঃ ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর প্রচেষ্টায় সরকারি ভিজিডি কার্ড দেওয়া সর্ম্পন্ন করেছেন রত্নাপালং এর চেয়ারম্যান জনাব খাইরুল আলম চৌধুরী। থাকে সার্বিক সহযোগিতা করেন ১নং ওর্য়াডের বারবার নির্বাচিত ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ, আর উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল গফুর, ইউপি সদস্য মাহবুব আলম মাহবু, মহিলা ইউপি সদস্য বিউটি, মহিলা ইউপি সদস্য আজুমান চৌধুরী। এই সময় অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঐ এলাকার মান্যগণ মানুষ ও অতি সাধারণ মানুষগণ।
এই সময় চেয়ারম্যান সাহেব বলেন আমার এলাকার কোন ভেজাল নাই আমার ইউপিরা আমরা কেউ কোন ভেজাল কাজ করি না আমরা যতটুকু পারি জনগণের পাশে থাকি এবং পাশে থাকতে চেষ্টা করি জনগণ আমাদের কাছে যতটুকু আবদার করে আমরা তা দেওয়ার চেষ্টা করি।
চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী আর বলেন আমার পরিষদে যেসব ইউপিরা রয়েছেন তারা আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, সবার সাথে আমার আচরণ আমার সন্তানের মত। আমরা একে অপরের সাথে পরস্পর খুব ভালো আমরা কোন কাজ করার আগে আমরা সবাই আলোচনা করেই করি আমাদের সর্ম্পক ভালো বলে আজ আমরা সফল। এই গুলো ছাড়া তিনি আর অনেক ধরণের কথা বলেন যে-সব কথায় একটা কথায় ফুটে উঠে তা হল ২নং রত্নাপালং এর জন্য উত্তম।