নিজস্ব প্রতিবেদকঃ নভেম্বরের ২০ তারিখ থেকে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন ১৫৭ জন ক্রিকেটার।ড্রাফটে গ্রেড রাখা হয়েছে চারটি-এ, বি, সি ও ডি।সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান রয়েছেন এ গ্রেডে।‘এ’গ্রেডের প্রতিটি প্লেয়ার পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক, যার পরিমান ১৫ লাখ টাকা। ‘বি’ গ্রেডের ২১ প্লেয়ার ১০ লাখ করে, ‘সি’ ২৩ জন ৬ লাখ করে এবং ‘ডি’ ক্যাটাগরির ১০৮ ক্রিকেটার পাবের ৪ লাখ করে।
হ্যামস্ট্রিংয়র চোটের কারণে বাদ পড়েছেন মাশরাফি।সুস্থ হয়ে উঠলে যে কোন দল তাকে চাইলে নিতে পারে। একাধিক দল যদি তাকে চায় সেক্ষেত্রে লটারি হবে। আর যদি একটা দলই চায় তাহলে তিনি সরাসরি সেই দলে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদী নান্নু।অাজ ১২/১১/২০২০ তারিখ দুপুর ১২ টায় রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।।