ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাগলা উপজেলার পুলিশ ২১ পিছ ইয়াবা টেবলেট সহ, মোঃ তোফাজ্জল হোসেন (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। শনিবার (২২ আগষ্ট) মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাযতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ তোফাজ্জল হোসেন পাইথল ইউনিয়নের ফুলগাছিয়া গ্রামের মোঃ আবদুল জব্বারের ছেলে।
পাগলা উপজেলার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা উপজেলার পুলিশ, পাইথল ইউনিয়নের ফুলগাছিয়া গ্রামের জালালের দোকানের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতে নাতে মাদক ব্যাবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন কে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ২১ পিছ ইয়াবা টেবলেট জব্দ করে পাগলা উপজেলার পুলিশ।