নিজস্ব প্রতিবেদকঃ অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আজ মন্ত্রনালয়ে দীর্ঘ বৈঠক শেষে শিক্ষা মন্ত্রি ৩০শে মার্চ স্কুল কলেজ খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করেন।
গতবছর ১৭ই মার্চ মহামারী করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের রক্ষায় বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজ। এর পর কয়েক দফা ছুটি বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা।
আজ ২৭শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে ” ৩০শে মার্চ খুলে দেওয়া হবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে তার আগে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করা হবে। তবে এবার রোজার সময় পুরো মাস ছুটি থাকবে না। আমরা ইতিমধ্যে অনেক সময় নষ্ট করেছি।” শিক্ষামন্ত্রী দিপু মনি