কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরঞ্জের জেলার ভৈরবে ‘৬৪ ডি ইনিশাটিভ’ নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ধর্ষণ বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ভৈরব পৌর শহীদ মীনার চত্ত্বরে এ শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হয়েছে।
৬৪ ডি ইনিশাটিভ সংগঠনের কিশোরগঞ্জ জেলার সমন্বয়কারি প্রভাতি পালের সভাপতিত্বে ভৈরবের আটটি সামাজিক সংগঠনের অংশগ্রহণে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্যরা ছাড়াও শিক্ষক, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ এতে অংশ নেয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশে ধর্ষণ বিরোধী আইন থাকলেও এর বাস্তবায়ণ হয় খুব কম। ফলে দেশে ধর্ষণের মতো জঘন্য ঘটনা মহামারি আকার ধারণ করেছে। তাই এই অনুষ্ঠান থেকে আমরা শপথ নেবো ধর্ষণের মত সামাজিক ব্যাধিকে ঘৃনা এবং এই জঘন্য কাজে জড়িতদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক বিচারে আওতায় আনতে সহযোগিতা করবো। তারা আরও বলেন, শুধু সামাজিক সংগঠনগুলোর একক চেষ্টায় তা সফল করা সম্ভব নয়, পাশপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও ধর্ষণ বিরোধী কঠোর মনোভাব নিয়ে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করতে হবে। দেশে ধর্ষণরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে আরও সচেতন হতে হবে।
বক্তিতা পর্ব শেষে, সবাই এই শপথ বাক্য পাঠ করেন, শপথ বাক্য – আমরা শপথ গ্রহণ করিতেছি যে, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষনের মত নিকৃষ্টকর্ম থেকে সর্বদা বিরত থাকবো এবং সকল বয়সের নারীদের প্রতি সম্মান প্রদর্শন করবো।