নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারীতে মুখ থুবড়ে পরেছে গোটা বিশ্ব। বিশ্বের প্রায় প্রতিটি দেশের শিল্পকারখানাগুলো লোকসানের অঙ্ক গুনছে।মধ্যবিত্ত অায়ের মানুষগুলো হিমশিম খাচ্ছে ব্যাপকভাবে। দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ দ্রব্যাদি খাবার, পোশাক, অাসবাবপত্র সব কিছুরই ঘাটতি দেখা দিচ্ছে। ঘাটতি দেখা দিয়েছে জন্মনিয়ন্ত্রণ দ্রব্য সামগ্রীর ও। জন্মনিয়ন্ত্রণকারী পণ্য প্রস্তুত কারক কারখানাগুলো বেশ কয়েকমাস বন্ধ ছিল বলে প্রয়োজনীয় সরবরাহ পাওয়া যায় নি।
এতে, করে দাম্পত্য জীবনে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারন মানুষ। বাজারে দেখা দিয়েছে কনডম এবং জন্মবিরতিকরণ পিলের সঙ্কট। বিশ্বে কনডম তৈরির কাঁচামাল সবচেয়ে বেশি সরবরাহ করে মালেশিয়া। সেখানকার কারখানাগুলো ধীরে ধীরে পুনরায় কাজ চালু হচ্ছে। তবে, সরবরাহ স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন কারখানাগুলোর কর্তৃপক্ষ। তারা অারো জানিয়েছেন, করোনা সঙ্কট পুরোপুরি চলে না গেলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।।