নিজস্ব প্রতিবেদকঃ  করােনাকালীন সময়ে দীর্ঘ সময় বাংলাদেশের সকল শিক্ষাকার্যক্রম বন্ধ ছিল।শিক্ষাক্রমে ব্যাঘাত ঘটানাের
প্রতিরােধ প্রক্রিয়া হিসেবে সংশ্লিষ্টরা অনলাইনে পাঠদান কর্মসূচি চালু করেন। সমগ্র দেশেই এখন অনলাইন
শিক্ষাব্যবস্থা চালু রয়েছে।শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছেন স্বাভাবিক ভাবেই।দেখলে হয়তাে অাজ আর
বােঝার উপায় নেই যে, কিছুদিন অাগেও বাংলাদেশে অনলাইন ক্লাসের কথা ছিল পাগলের বিলাপ মাত্র।
অনলাইন ক্লাস বলতেই সকলের কল্পনায় ইউরােপীয় রাষ্ট্রগুলাের শিক্ষাব্যবস্থার কথা অাসতাে।কিন্তু করােনার মহামারীর কারােনে অাজ অনলাইন ভিত্তিক ক্লাস বাংলাদেশের এক অতি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়ে শিক্ষাঙ্গনে।ভাববার বিষয় হলাে করােনা ভাইরাসের প্রকোপে যদি শিক্ষাঙ্গন বন্ধের প্রয়োজন না পরতাে অামরা অারাে কতাে দিন পর এই অাধুনিক সিস্টেমের সাথে পরিচিত হতাম।শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাই বা কতােদিনে তার উদ্দ্যেগ নিতাে।সেই প্রশ্ন সকলের অজানা হলেও সকলেই অনুমান করতে সক্ষম। মজার ব্যাপার হলাে এই অনলাইন ভিত্তিক ক্লাস জনপ্রিয়তা লাভ করছে ব্যাপকহারে।শিক্ষার্থীদের এক বড় অংশই স্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে হওয়া মূল ক্লাসকে অনলাইন সুবিধার অওতায় আনার অনুরােধ করছেন। এতে করে ঘরে বসেই ক্লাসে অংশগ্রহণ সম্ভব হবে।ফলে, সময় যেভাবে বাঁচবে, ঠিক তেমনি ঢাকার রাস্তায় অাশা
যাওয়ায় ঘন্টার পর ঘন্টা জ্যাম থেকেও পাওয়া যাবে মুক্তি।কিন্তু তা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা কতটুকু নিজের
আমলে নেবেন তাই ভাববার বিষয়।কারণ, পড়াশােনা ভালােভাবে হতে হলে সশরীরে ক্লাসে উপস্থিত হতে
হবে এমন একটি সেকেলে বিশ্বাস থেকে সমাজ বের হয়ে আসতে পারে নি এখনাে। বিশেষ করে দেশের
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলাে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত করানাের জন্য মাত্রাতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ করে থাকে। সত্যিকথায়,কিভাবে পাঠদান শিক্ষার্থীদের কাছে অনন্দপূর্ণ করা যায় সে ব্যাপারে অামাদের দেশের শিক্ষক সমাজ বরাবরই উদাসীন। পড়াশােনার জন্য শিক্ষার্থীদের মানসিকচাপ প্রদান এদেশের শিক্ষকদের চিরাচরিত স্বভাব।একই স্বভাব পরিলক্ষিত হয় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও।ফলে, পড়াশােনার স্বাভাবিক এবং অানন্দ পূর্ণ জীবন এদেশের শিক্ষার্থীদের কাছে একটি নরক যন্ত্রণার অংশ। স্বাভাবিক ক্লাসকে অনলাইন সুবিধার আওতায় আনা হলে তা হবে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক যুগান্তকারী পদক্ষেপ। তা শিক্ষকদের জন্য যতটা অনন্দদায়ক ঠিক তেমনি শিক্ষার্থীদের জন্যও।তবে, অনলাইন ক্লাসের ইন্টারনেট সুবিধা কিছু কিছু অঞ্চলে প্রশ্নবিদ্ধ হচ্ছে।বিশেষ করে অনুন্নত এলাকাগুলােতে।এই ব্যাপারেও সরকারকে ভাবতে হবে। অনলাইন শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষাব্যবস্থা যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হতে পারে নিজ নিজ এলাকা থেকে।এই সুবিধা অাজ দেশের শিক্ষাঙ্গনে দৃশ্যমান।ফলে, এই শিক্ষাব্যবস্থা ব্যাপক অাকার ধারন করলে দেশের মানুষের বিশেষত শিক্ষার্থীদের ঢাকামুখী প্রবণতা অনেকাংশেই কমে যাবে বলে আশা করা যায়।।