নিজস্ব প্রতিবেদকঃ আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি২০ কাপ। আগামীকাল ১২ নভেম্বর প্লেয়ার ড্রাফট হওয়ার কথা রয়েছে। কিন্তু, সকলেরই প্রশ্ন ছিল স্টেডিয়ামে দর্শক সরাসরি বসে খেলা উপভোগ করতে পারবে কি না।কারণ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সকলকেই ভাবতে বাধ্য করছে।বিসিবির উর্ধ্বতন কর্মকতা নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান যে, কিছু সংখ্যক দর্শক গ্যালারীতে প্রবেশ করানোর কথা চিন্তা করছে তারা।তবে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয় নি।সরকারের সাথে তারা এই বিষয়ে অালোচনা চালিয়ে যাচ্ছেন। সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেই তারা এই বিষয়টি এগিয়ে নেবেন।