নিজস্ব প্রতিবেদকঃ
চীনা ঔষধ প্রস্তুুতকারক প্রতিষ্ঠান সিনোব্যাক কম্পানির করেনার টিকা ট্রায়ালের অনুমতি দিয়েছে বাংলাদেশ। যারা যারা এই ট্রায়াল দিতে আগ্রহী হবে তাদেরকেই কেবল এই টিকা সরবরাহ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
এতে করে, করোনা ইস্যুতে বাংলাদেশ আবারো পাশে পেলো চীনকে। তবে, স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জানুয়ারির আগে কোনো টিকা বাজারে অাসবে না। উল্লেখ্য, বাংলাদেশ বহু আগে থেকেই জাতিসংঘের কাছে করোনার টিকা চেয়ে অাসছিল।সেখানে, তেমন কোনো সারা মেলেনি। চীন প্রথম ধাপেই করোনা প্রতিরোধকারী কিট দিয়ে সাহায্য করেছিল বাংলাদেশকে।।