নিজস্ব প্রতিবেদকঃ  লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দেশের বিভিন্ন পাবলিক  বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন  Public University Student Association of Aditmari -PUSAA এর  আলোচনা সভার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো আজ । ঢাকা, রাজশাহী, জাঙ্গীরনগর, চট্টগ্রাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী রা তাদের  যোগাযোগ উন্নয়ন সহ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রাম এর আয়োজন করে এলাকার মানুষের পাশে দাড়াতে ও এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা ও জাতীয় দিবস যেমন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি পালনের লক্ষ্য নিয়ে এই নতুন সংগঠন এর উন্মোচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক সম্রাট আহসান এর নেতৃত্বে এ সময় সংগঠন কে সফল ও সুষ্ঠু ভাবে চালানোর জন্য সাংগঠনিক কাঠামো, লোগো, মোটো ও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলেন, আল-আমিন (ঢাবি-১৫-১৬), হাবিব (হাবিপ্রবি, ১৪-১৫), জুনায়েদ জিকো (পাবিপ্রবি,১৫-১৬),আবদুল হাকিম (বেরোবি,১৫-১৬), সহ আরো অনেকেই । মিস্টি মুখের মাধ্যমে আজকের আলোচনা অনুষ্ঠান পরিসমাপ্তি করেন সংগঠন এর সিনিয়র সদস্যরা।