University Students Association of Aditmari (USAA) কর্তৃক বিজয়ের মাসে লাখো শহীদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।এখানে উপস্থিত ছিলেন USAA-এর উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শহিদুল্লাহ নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান সমম্বয়ক, সংগঠন এর সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদ বলেছেন, ভালোবাসার সংগঠন University Students Association of Aditmari (USAA)-কর্তৃক বিজয়ের মাসে লাখো শহীদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আমরা আমাদের সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষনা করলাম। তিনি আরও বলেন, এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন। সংগঠনের উন্নতি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে সব সময় আমরা নিজেকে আত্ননিয়োগ করবো। সেই সাথে সংগঠন এর অন্যান্য সদস্য সবাইকে পাশে থেকে সংগঠন কে এগিয়ে নেওয়ার আহবান জানান। এরপর সংগঠনের নেতৃবৃন্দ আদিতমারী উপজেলা পরিষদের UNO জনাব মুহাম্মদ মনসুর উদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। UNO মহোদয় সংগঠন কে সাধুবাদ জানিয়েছেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বলছেন।