অনলাইন ডেস্কঃ Young Innovators Bangladesh (YIB) তরুণদের জন্য মেধা বিকাশ এবং সামাজিক কার্যক্রম এর একটি সেরা প্ল্যাটফর্ম। ২০১৮ সাল থেকে তরুণদের নিয়ে সারাদেশে সামাজিক উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি অর্গানাইজেশনটি তাদের তৃতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে “YIB Fest 2021” নামে একটি অনলাইন ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে। মূলত এই ইভেন্টের মাধ্যমে তরুণ মেধাগুলোকে তুলে আনাই YIB এর উদ্দেশ্য। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে তরুন মেধাবীরা নিজেদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
YIB আয়োজিত অন্যান্য অনলাইন ভিত্তিক ইভেন্টের মতই এই ইভেন্টটিও সাড়া ফেলার মত। মোট ৯ টি সেগমেন্ট এ এই ইভেন্ট সাজানো হয়েছে যেখানে উল্লেখযোগ্য হলোঃ
মোবাইল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যালিগ্রাফি, হ্যান্ড রাইটিং, ক্র্যাফট, আর্ট, ডিজিটাল আর্ট, পোষ্টার মেকিং এবং, কুইজ ।
আগামী ১০ই নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতাটি চলবে। সংগঠনের পরিচালক গৌতম শর্মা এই ইভেন্টটি সম্পর্কে বলেছেন, “তরুণ প্রজন্মের সবরকম মেধা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম তৈরী করতে YIB সদা সচেষ্ট । আমাদের প্রত্যেকটি ইভেন্টেই সমাজের জন্য কিছু করার পরিকল্পনা যুক্ত থাকে। এবারও তার ব্যতিক্রম নয়, এবারের ইভেন্টে রেজিস্ট্রেশন ফি আমরা ব্যয় করবো অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে।”
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে YIB এর সার্টিফিকেটসহ বিশেষ উপহার এবং বহুব্রীহি এর পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার।
ইভেন্টে পোর্টাল পার্টনার হিসেবে যুক্ত আছে দৈনিক জাতির বার্তা।
ইভেন্টে রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/ie9pCQ4xt2jdFgUB6